হুগলি, ১৬ সেপ্টেম্বর:- মঙ্গলবার ছিল রিষড়ার জনপ্রিয় পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর জন্মদিন। এই উপলক্ষে এদিন সকাল থেকেই তার বাড়িতে অগন্তি গুণ মুগ্ধদের ভিড়। সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীরাও এসে বিজয় বাবুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যান। তার হাতে ফুলের স্তবক তুলে দেন, সঙ্গে কেক কাটাও হয়। এদিনের আনন্দ অনুষ্ঠানে দলীয় কর্মীরা জানান আজকে দাদার জন্মদিন,
আমরা ঈশ্বরের কাছে তার দীর্ঘ জীবন কামনা করছি। কারণ সুখে দুঃখে সব সময় বিজয়দা সাধারন মানুষের পাশে থাকেন। জন্মদিনে এত মানুষের শুভেচ্ছায় আপ্লুত বিজয়বাবু জানান, আমায় যে এত মানুষ ভালোবাসে, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আমি যতদিন কর্মক্ষম থাকব ততদিন মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি। কারণ আমি বিশ্বাস করি রিষড়ার সমস্ত মানুষ আমার পরিবারের মত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সব সময় সুখে আনন্দে থাকুন তাদের পরিবার সমৃদ্ধিতে ভরে উঠুক।