হুগলি, ৬ সেপ্টেম্বর:- সিঙ্গুরের স্বপ্নপূরণ সুগন্ধ্যায়। হুগলির সুগন্ধ্যায় এবার হতে চলছে নতুন ইলেকট্রিক চার চাকা গাড়ির তৈরির কারখানা। শনিবার সুগন্ধায় একথা ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সুগন্ধ্যার ‘সাইনাসোর’ কোম্পানি শীঘ্রই ওই ইলেকট্রিক চার চাকার গাড়ি উৎপাদন শুরু করবে। এদিন একইসঙ্গে উদ্বোধন হয় সংস্থার নতুন ‘টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার’- এর। উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা চালু না হওয়ার আফশোষ এবার মিটতে চলেছে। টাটাদের ন্যানো কারখানা না হওয়ার জন্য এখনও রাজনৈতিক তরজা চলছে। সেইসব বিতর্কের অবসান এবার ঘটতে চলেছে নতুন এই ইলেকট্রিক চার চাকার গাড়ি কারখানার ঘোষণার মধ্য দিয়ে। এদিন কুণাল ঘোষ নতুন এই কারখানা তৈরির কথা ঘোষণা করে বলেন, ‘এর ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রই বদলে যাবে। বহু বেকার যুবক যুবতী চাকরি পাবে। ন্যানো কারখানা না হওয়ার আক্ষেপ মিটবে। ‘তিনি জানান, কারখানা গড়তে রাজ্য সরকার সর্বতোভাবে সহায়তা করবে। আগামী বছর জানুয়ারি মাসে নতুন এই ইলেকট্রিক চার চাকার গাড়ি বাজারে আসবে।
উল্লেখ্য, হুগলির সুগন্ধ্যার এই সাইনোসোর কোম্পানি ইতিমধ্যেই বিএলডিসি ফ্যান তৈরি করেছে। যা ইতিমধ্যেই বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে। এদিন কোম্পানির নতুন ‘ ইলেকট্রিক থ্রি হুইলার’- এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। সংস্থার পক্ষে সম্রাজ্ঞী ঘোষ বলেন, বাজারে যে’ ইলেকট্রিক থ্রি হুইলার ‘বা’ থ্রি হুইলার’ চলছে, তার থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই ‘ইলেকট্রিক থ্রি হুইলার’। আধুনিক ডিজাইনের এই গাড়িও অচিরেই বাজার দখল করবে বলে জানান তিনি। নতুন এই ইলেকট্রিক থ্রি হুইলার আমাদের ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আমরা জোর দিচ্ছি দামের উপর। প্রথমত, মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম রাখা হবে সাধ্যের মধ্যে। দ্বিতীয়ত, যেহেতু এটা ইলেকট্রিক গাড়ি, তাই চার্জিং টেকনোলজি এমনভাবে করা হচ্ছে, যাতে অন্তত ১৮ ঘণ্টা চার্জ থাকে। তৃতীয়ত, জোর দেওয়া হচ্ছে গুণগত মানের উপর। আমাদের কারখানা থেকে সমস্তরকম পরীক্ষা করার পর, সরকারি সার্টিফিকেট নেওয়ার পরই বাজারে তা ছাড়া হবে।