এই মুহূর্তে জেলা

ভূমিহীন পরিবার ও কৃষকদের হাতে পাট্টা তুলে দিল রাজ্য সরকার।

হুগলি, ২৬ আগস্ট:- ভূমিহীন পরিবার ও কৃষকদের হাতে পাট্টা তুলে দিল রাজ্য সরকার। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের উপভোক্তাদের হাতে পাট্টা ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করেন। সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হুগলি জেলার চারটি মহকুমাতেও একযোগে এই কর্মসূচি পালিত হয়। হুগলি জেলায় এদিন মোট ১৯১ জন উপভোক্তার হাতে পাট্টা প্রদান করা হয়।

সদর মহকুমার রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক মুক্তা আর্যা, অতিরিক্ত জেলা শাসকবৃন্দ, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমাশাসক স্মিতা সান্যাল শুক্লা সহ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা একে একে সাধারণ মানুষের হাতে পাট্টাপত্র সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে দেন। প্রশাসনের দাবি, এর ফলে বহু ভূমিহীন ও প্রান্তিক কৃষক স্বস্তি পাবেন এবং সরকারি পরিষেবার আওতায় আসবেন।