এই মুহূর্তে জেলা

সারে আট ঘন্টা পর মগড়া থানা থেকে মুক্তি চাকরি হারা শিক্ষক নেতার।

মগড়া, ১৮ আগস্ট:- আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাক। আর এর জন্য লড়াই চলবে। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখল না। বিরোধী দলনেতাকে বলব আমাদের বাঁচান। সব রাজনৈতিক দলকেই বলব পাশে থাকার জন্য। রাজ্য সরকার ভয় পেয়েছে। তাই আমাকে অপহরন করেছে। গুম করার চেষ্টা করেছে। এই ভাবে দমিয়ে রাখা যাবে না। প্রাণ চলে গেলেও আন্দোলন হবে। মগড়া থানা থেকে বেরিয়ে বললেন সুমন বিশ্বাস।