হুগলি, ১৮ আগস্ট:- হোম হোম এন্ড হসপিটাল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশ্রয় পক্ষ থেকে সারা দেশে পথ কুকুর দের স্বাধীন এবং স্বাভাবিক জীবনের দাবিতে এবং সকল প্রাণীদের রক্ষার দাবিতে রবিবার এক পদযাত্রার অনুষ্ঠিত হলো। শ্রীরামপুর বটতলা থেকে মাহেশ জগন্নাথ বাড়ি পর্যন্ত এই পদযাত্রায় বহু পশু প্রেমী মানুষ অংশ নেন। এ ব্যাপারে বলতে গিয়ে আশ্রয় সংস্থার পক্ষ থেকে গৌতম সরকার জানাম সারা দেশ জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত সভ্য মানুষের দ্বারা অবলা জীব দের নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিশেষ করে পথ কুকুরদের প্রতি এক শ্রেণীর মানুষের আক্রোশ দিন দিন বেড়ে যাচ্ছে। যখন তখন তাদের উপর মারধর চলছে, তাদের ক্ষেপিয়ে তোলা হচ্ছে। ফলে অধিকাংশ সময় অভুক্ত অবস্থায় এই সমস্ত অসহায় কুকুর রা হিংস্র হয়ে উঠছে। এই বিষয়টা আমাদের অনুধাবন করতে হবে, আমরা যারা মানুষে তাদের মাথার উপর ছাদ রয়েছে, চার বেলা তাদের খাওয়া জুটছে, কিন্তু এইসব অবলা জীবদের বিশেষ করে কুকুর বা স্ট্রীট ডগরা চরম কষ্টের মধ্যে রয়েছে, তারা কথা বলতে পারেনা, তাদের যে খিদে পেয়েছে সেটা বলতে পারেনা, তাদের শরীর খারাপের কথাও বলতে পারে না।
এই পুরো বিষয়গুলি আজ যদি আমরা তথাকথিত সভ্য মানুষেরা একটু সহানুভূতির সঙ্গে বিচার করি তাহলে এই সমস্ত মানুষের প্রকৃত বন্ধু হয়ে উঠবে, নিশুতি রাতে যখন আমরা ঘরের মধ্যে সুখে নিদ্রা যাই,তখন এই সমস্ত সা রমেয়র দল রাত জেগে পাহারা দেয় তাদের নিজে নিজে এলাকায়, বিশেষ করে দুষ্কৃতী দের আনাগোনা হলে তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় এবং এর ফলে মানুষ সজাগ হয়ে ওঠে, কুকুরেরা মানুষের শত্রু নয় মানুষের বন্ধু, সেই কারণে আমরা চাই সমস্ত পথ কুকুর ছাড়াও অন্যান্য যে সমস্ত জীবজন্তু আছে তাদের প্রতি যেন একটু মানবিক হই একটু সহানুভূতি দেখাই তাহলেই দেখবেন আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠেছে। এদিনের পদযাত্রায় অংশ নিয়ে আঁখি শ্রী খন্দকার জানান আজকে আমাদের সকলকেই চিন্তা করতে হবে সমস্ত জীব জন্তু পশু পাখি তারা যেন সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে, সুস্থ জীবন যাপন করতে পারে সেই ব্যাপারটা আমাদেরই দেখতে হবে। এবং এ ব্যাপারে সরকারকেও ব্যবস্থা নিতে হবে যাতে পশুদের উপর নির্যাতন বন্ধ হয়।