এই মুহূর্তে জেলা

খেলা দিবসে রিষড়া গোষ্ঠ পাল ময়দানে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ।

হুগলি, ১৬ আগস্ট:- প্রতি বছরের ন্যায় শনিবার ১৬ই আগস্ট সারা রাজ্যে অনুষ্ঠিত হলো খেলা দিবস। এই উপলক্ষে রিষড়া পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিল পুরপ্রধান একাদশ বনাম উপ-পুরপ্রধান একাদশ। রিষড়ার পশ্চিমপারের গোষ্ঠ পাল ময়দানে অনুষ্ঠিত এই খেলায় দু দলে বিশিষ্ট খেলোয়াররা অংশ নিয়েছিলেন।

এদের মধ্যে ছিলেন ভারতীয় তথা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের প্রাক্তন খেলোয়াড় সমীর চৌধুরী, ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় সুপ্রিয় দাশগুপ্ত, রবি কর্মকার, রাজু কর্মকার, রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকার সহ অন্যান্য বিশিষ্ট খেলোয়াড়েরা।

পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিবছরের মতো এই খেলা দিবস পালন করা হচ্ছে। আমাদের এলাকার প্রাক্তন বিখ্যাত খেলোয়াড়েরা খেলায় অংশ নিয়েছেন। এদিনের খেলা দিবস উপস্থিত ছিলেন পৌর সদস্য মনোজ গোস্বামী, শীতল ঘটক, কিশোর ঘোষ, প্রাক্তন পৌর সদস্য শুভজিৎ সরকার সহ প্রচুর ক্রীড়ামোদী মানুষ।