হুগলি, ২ জুন:- বিকালে নাবালিকার বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাতে নাবালিকার বাড়িতে গেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। কানাইপুর অঞ্চলেরই বাসিন্দা পরিবহন মন্ত্রী। সেই অর্থে নাবালিকা তার প্রতিবেশী। যেদিন নাবালিকা নিখোঁজ হয় সেদিনই চন্দননগর পুলিশ কমিশনার কে ফোন করে বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য বলেন মন্ত্রী। পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাসী চলে। নাবালিকার মৃতদেহ বাড়ি থেকে দু কিমি দূরে দুদিন পর উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলার রুজু করে পুলিশ। সেই মামলার সরকারি পক্ষ অর্থাৎ নির্যাতিতার হয়ে সওয়াল করেন কল্যান বন্দ্যোপাধ্যায়। স্নেহাশিস চক্রবর্তী বলেন, এলাকায় পুলিশি টহল বাড়ানোর কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ও বলেছেন সতর্ক থাকতে।আমরা এলাকার মানুষকে বলেছি যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকতে হবে। পুলিশ পুলিশের মত কাজ করবে। আমাদের সাংসদ আইনিভাবে লড়াই করছেন। আমরা চাই এই ধরনের ঘটনায় যে অভিযুক্ত তার ফাঁসির সাজা হোক।