এই মুহূর্তে জেলা

পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর প্রতিবাদে তৃণমূলের মিছিল চুঁচুড়ায়।

হুগলি, ৩১ মে:- শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে দুই মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরানোকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপির মহিলা কর্মীরা ওই দুই পুলিশ কর্মীকে সিঁদুর পরালে, শনিবার তার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস মিছিল করে। পিপুলপাতি মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। মূলত মহিলা কর্মীরাই এই মিছিলে অংশ নেন। ‘অপারেশন সিঁদুর’কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে তৃণমূল কর্মীরা স্লোগান দেন। মিছিল শেষ হয় ঘড়ির মোড়ে, সেখান থেকে একটি প্রতিনিধি দল থানায় গিয়ে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

তৃণমূল নেতৃত্বের দাবি, আইনরক্ষীদের এইভাবে রাজনৈতিক প্রতীকে ব্যবহার অনৈতিক ও শাস্তিযোগ্য। পাল্টা বিজেপির দাবি, এটি একেবারেই স্বতঃস্ফূর্ত ঘটনা, এর মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই ঘটনাকে ঘিরে চুঁচুড়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অসিত বলেন, “কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের গালে সিঁদুর লেপে দেওয়া হচ্ছে। বিজেপি আসলে সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে। আমরা ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছি। বিজেপি নেতা সুরেশ মিশ্রর দাবি, মুখ্যমন্ত্রীই প্রধানমন্ত্রীর উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করেছিলেন। তার বিরুদ্ধেই বিজেপি অবরোধ করেছিল।