হাওড়া, ১১ মার্চ:- বেলুড়ে খোল-করতাল নিয়ে নগরকীর্তনের মাধ্যমে বসন্ত উৎসবে মাতলেন চিকিৎসক বিধায়ক ডা: রানা চ্যাটার্জি। মঙ্গলবার সকালে এই দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকার মানুষ। বেলুড় মঠের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আবির ও মাল্যদান করে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের উদ্যোগে আয়োজিত এই বসন্তোৎসবের সূচনা হয়।
এরপর প্রায় দেড় কিমি রাস্তা পরিক্রমা করে রঙ্গোলি মল পর্যন্ত পথচলতি মানুষের সঙ্গে বালির রাজপথে বসন্তোৎসবে মেতে ওঠেন বিধায়ক। এলাকার বাসিন্দারা পরস্পরকে রঙের আবিরে রাঙিয়ে দেন। বাদ যাননি বিধায়কও। তিনিও এলাকাবাসীদের আবিরে রাঙিয়ে মিষ্টিমুখ করিয়ে সৌজন্য বিনিময় করেন।