এই মুহূর্তে জেলা

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে রোগীর প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- কলার বোন ভেঙে হাওড়ার এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পেশায় এক শ্রমিক। শারীরিকভাবে তিনি মুক ও বধির। কিন্তু অস্ত্রপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তাঁর শরীরের একাধিক অঙ্গে সমস্যা তৈরি হয়েছে।ভেন্টিলেশনে চলে যাওয়া ওই রোগীকে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। সন্ন্যাসী দাস নামের হাওড়ার কলাবাগান লেনের বাসিন্দা ওই ব্যক্তি কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ভারি একটি আলমারি পড়ে গিয়েছিল তাঁর শরীরে। কলার বোন ভেঙে তিনি ভর্তি হন হাওড়ারই এক নার্সিংহোমে। অস্ত্রপচার করার আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকেরা দেখেন তাঁর কলার বোনের সাথে পাঁজরও ভেঙে গেছে।

এছাড়াও লিভার, কিডনি ও ফুসফুসে আঘাতের কারণে সমস্যা তৈরি হয়েছে। এরপর ওই ব্যক্তিকে আইসিইউ-তে ভর্তি করানো হয়। কিন্তু আচমকাই ভেন্টিলেশনে চলে যান সন্ন্যাসী দাস। নার্সিংহোম কর্তৃপক্ষ একটি বিশেষ টিম গঠন করে টানা ষোলো দিনের প্রচেষ্টায় তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। নার্সিংহোমের ডিরেক্টর জানান রোগী মুক ও বধির হওয়ায় ওনার শারীরিক সমস্যার কথা উনি বোঝাতে পারছিলেন না। এছাড়াও মাল্টি অর্গানের সমস্যা দেখা দিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়। তাকে বাঁচিয়ে তোলা কার্যত চ্যালেঞ্জ ছিল তাঁদের কাছেও। সন্ন্যাসী দাসের পরিবারের লোকেরা জানান তাঁরা একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। এখন সন্ন্যাসীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পেরে তাঁরা খুশি।