এই মুহূর্তে জেলা

রেলের আবাসন ভাঙতে আসা কর্মীদের ধাওয়া বিধায়কের ।

হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- দিন কয়েক আগেই উচ্ছেদ করতে এলে আরপিএফ-কে দা-বটি নিয়ে তাড়া করার নিদান দিয়েছিলেন তিনি। রবিবার ব্যান্ডেল লোকোপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমত ধাওয়া করে তাড়ালেন তৃণমূলের সেই বিধায়ক অসিত মজুমদার। তেড়ে ছুটলেন ভাঙার বরাত পাওয়া সংস্থার কর্মীরাও। বয়সের ভারে কয়েকজন দৌড়তে না পারায় ধরে ফেললেন বিধায়ক।

চরম ধমক দিয়ে তাঁদেরকে তাড়ালেন অসিত। আশপাশের আবাসনে থাকা বাসিন্দাদের সাহস জুগিয়ে বললেন, এরপর এলে আপনারাই দা-বটি দিয়ে মারবেন। আপাতত ওই এলাকা ছেড়েছেন কর্মীরা। আবাসনে ‘অবৈধ’ ভাবে থাকা বাসিন্দারা খুশি। অসিত বলেন, “৪০-৫০ বছর ধরে অনেকে রয়েছেন। পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করতে দেব না। তাই তাড়িয়েছি।”