হুগলি, ১০ ফেব্রুয়ারি:- একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ যুবকের নাম অমিতাভ শীল। বছর পঁয়তাল্লিশের অমিতাভর বাড়ি চুঁচুড়ার সুরিপাড়া ঝাঁকিমাঝি লেনে। তিনি বর্ধমানে ওই বীমা কোম্পানির অফিসে কর্মরত। পরিবার সূত্রে খবর, গত শনিবার দুপুর দু’টো নাগাদ ঘুরতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন তিনি।
বলেছিলেন পরের দিন রবিবার ফিরবেন। বিকেলে বাপের বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে তাঁর এক বার কথা হয়েছিল। তবে, স্ত্রীর দাবি ঘুরতে যাওয়ার কথা অমিতাভ জানাননি। সন্ধ্যা থেকে ফোন বন্ধ হয়ে যায়। আর তাঁর সঙ্গে কোনও যোগযোগ করা যায়নি। বহু খোঁজাখুঁজির পরে খোঁজ না মেলায় সোমবার দুপুরে ওই পরিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।