হুগলি, ১ ফেব্রুয়ারি:- সকাল সকালই চাঞ্চল্য হুগলি জেলার বেগমপুরে উদ্ধার বিলুপ্ত প্রায় এই প্রাণীর মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনে নদীর ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এই বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মৃতদেহ, এলাকাবাসীরা জানান এই প্রাণীর নাম গন্ধগোকুল গ্রামে গঞ্জে এই গন্ধগোকুল আগে খুবই দেখা যেত কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্ত হওয়ার পথে যেভাবে কংক্রিট এর জঙ্গল তৈরি হচ্ছে অরণ্য নিধন যেভাবে বেড়েই চলেছে এই প্রাণীগুলোর আর থাকার জায়গা থাকছে না তাই এই প্রাণীগুলো হঠাৎ করেই রাস্তার মধ্যে চলে আসছে।
তেমনি এক বিদ্যুতের ট্রান্সফরমারতেই হয়তো লেগে মৃত্যু হতে পারে এই গন্ধগোকুলটির এমনই মনে করছে এলাকাবাসীর লোকজন। তবে সকাল সকাল এই প্রাণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।