এই মুহূর্তে জেলা

কলকাতার পর এবার বাড়ি হেলে পড়ার ঘটনা কোন্নগরের কানাইপুরে।

হুগলি, ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গা নগর এলাকায় এবার পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডেই অপরিকল্পিত ভাবে পুকুর থেকে জল তুলে ফেলার কারণে বেশ কিছু বাড়িতে ফাটল ধরে হেলে পড়ার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাচক্রে জানা যাচ্ছে,গঙ্গা নগর এলাকার পাম্প হাউসের কাছে একটি বড় পুকুর গত কয়েকদিন ধরেই পাম্প লাগিয়ে জল তুলে ফেলার কাজ চালাচ্ছিলেন যে পুকুর লিজ নিয়েছে সেই ব্যক্তি।কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ পুকুর থেকে জল তুলে ফেলার জন্য কারো কাছ থেকে কোনো অনুমতি না কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি।আর এরফলে আজ সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান পুকুর পারের একটি বাড়ি ও একটু বড় দোকান পুকুরের দিকে ধস নেবে হেলে পড়েছে বিপজ্জনকভাবে।

ঘটনার খবর পেয়েই ঘটনা স্থলে ছুটে আসেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভবেশ ঘোষ ও পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা।তারা এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। এই ঘটনায় পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার সজল ঘোষ বলেন,তিনি এসে বিষয়টি দেখেছেন।পুকুর থেকে এভাবে জল তুলে ফেলার কারণেই বাড়ি গুলোর পিছনের মাটি নরম হয়ে গিয়েই এভাবে ধস নাবার ঘটনা ঘটেছে।যত দ্রুত সম্ভব পুকুর পাড় ভালো ভাবে বাঁধিয়ে দিতে হবে।আর বাড়ি গুলিতে ভালো ভাবে পাইলিং করে সুরক্ষিত করতে হবে নাহলে এই বাড়ি আর দোকান আরো হেলে পড়ার সম্ভবনা রয়েছে। ধস নাবা দোকানের মালিক কার্তিক চন্দ্র দাস বলেন,গত কয়েকদিন ধরেই দোকানের পিছনের পুকুর থেকে জল তুলে ফেলা হচ্ছিল।

আর পুকুরটাও সেভাবে বাঁধানো নেই।আর জল কমে যাওয়ার ফলেই আজ তার দোকানের পিছনে এত বড় ধস নেবে বিপজ্জনক অবস্থায় পড়েছে।পুকুর থেকে এভাবে জল যে তুলছিল সে কোনো সুরক্ষা ব্যবস্থা অবলম্বন বা আরো থেকেই কোনো অনুমতি নেয়নি। ধস নেবে ক্ষতিগ্রস্থ হওয়া বাড়ির মালিক অর্চনা বিশ্বাস বলেন,আমার বাড়ির পিছনের পুকুর থেকে গত দুদিন ধরে জল তুলে ফেলার কাজ করছিল যে এই পুকুর লিজ নিয়েছে সেই ব্যক্তি।আর আজ সকালে হঠাৎ দেখি আমার বাড়ির পিছনে বিশাল বড় ধস নেবে পুকুরের দিকে বেশ কিছু অংশ চলে গেছে।এতে খুবই আতঙ্কিত হয়ে পঞ্চায়েত আধিকারিকদের খবর দি।খবর পেয়ে সকলে এসে দেখেছেন।আমার অনুরোধ পঞ্চায়েত এই বিষয়টি দেখুক আর যাতে আমার যে এই ক্ষতি হলো তার একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

পঞ্চায়েতের উপ প্রধান ভবেশ ঘোষ বলেন,আমি সকালে খবর পেয়েই আমি এখানে ছুটে আসি আর সাথেই আমার পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার দের খবর দিয়ে ডেকে পাঠাই।সকলেই বিষয়টি দেখেছি।পুকুর থেকে এভাবে জল তুলে নেওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে।আমরা পঞ্চায়েত থেকে যে ব্যক্তি এই পুকুর লিজ নিয়ে কাজ করছিল তাকে ডেকে পাঠিয়েছি।আর যে বাড়ি আর দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা দ্রুত আলোচনায় বসে একটা কিছু ব্যবস্থা করবো।তবে এদিন সকলেই এই বাড়ি আর দোকান বড় সর ধসের মুখে পড়ে হেলে পড়ার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।