হাওড়া, ২৬ জানুয়ারি:- হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিংয়ে রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিন সকাল সোয়া ৯টা নাগাদ দুটি ট্রেন পাশাপাশি ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয়। তারফলে পদ্মপুকুরের মতো ব্যস্ত লেবেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। লেগে যায় বিশাল যানজট। এই লেভেল ক্রসিং ব্যবহার করে হাজার হাজার যানবাহন থেকে পথচলতি মানুষ। এই লেভেল ক্রসিং সংযুক্ত করে ক্যারি রোডের সাথে আন্দুল রোডের।
তার ফলে সাধারণ মানুষের আন্দুল রোডের সাথে যোগাযোগ সম্পন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে আসেন। চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটিকে লেবেল ক্রসিং থেকে সরিয়ে লেভেল ক্রসিং উন্মুক্ত করার। কোনও যাত্রী না থাকায় হতাহতের খবর নেই। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। লাইন বদলের সময় দুর্ঘটনাটি ঘটে। শালিমার সাঁতরাগাছি লাইনে আপাতত বন্ধ ট্রেন চলাচল। কোনও যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।