হাওড়া, ২৯ ডিসেম্বর:- জল চুরি! টাকা ফেললেই মিলছে একাধিক জলের সংযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও জল চুরি পুরোপুরিভাবে রোখা যায়নি। এমন অভিযোগ উঠেছে খোদ হাওড়া পুরসভা এলাকাতেও। টাকার বিনিময়ে একই হোল্ডিংয়ে একাধিক জলের সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
হাওড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের অভিযোগ টাকার বিনিময়ে একই হোল্ডিং নম্বরে একাধিক জলের লাইন পাইয়ে দেওয়া হয়েছে। লাইন পিছু দিতে হচ্ছে টাকাও। টাকা দিলেই মিলছে জলের নতুন কানেকশন। এই নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষ।










