এই মুহূর্তে জেলা

বড়দিনে জমজমাট ভীড় বেলুড় মঠে

হাওড়া, ২৫ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে বুধবার জমজমাট ভীড়ের ছবি দেখা গেল বেলুড় মঠেও। বড়দিনের ছুটিতে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন বেলুড় মঠে। সারাদিন মঠ চত্বরে থাকা এবং দুপুরে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে ছুটির মেজাজে কাটান সকলে। বেলুড় মঠের তরফ থেকে এদিন মঠ চত্বরে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে হালকা বৃষ্টি হলেও বেলুড় মঠে এদিন কার্যতই ছিল মানুষের ঢল।