এই মুহূর্তে জেলা

কুড়ি দিন পর শহরের জঞ্জাল সাফাই শুরু হয়েছে , ভাগাড়ে পরিনত হওয়ায় অবরোধ বাসিন্দাদের।

হুগলি, ২১ ডিসেম্বর:- পিয়ারা বাগান থেকে রবীন্দ্রনগর যাওয়ার রাস্তায় নবাব বাগানে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হয়।খাবারের উচ্ছিষ্ট ফেলায় কুকুর বিড়াল সেই আবর্জনা রাস্তায় টেনে আনে।মশা মাছির উৎপাতে টেকা দায়,পুরসভাকে বলেও কোনো কাজ হয়না।এমনই অভিযোগ বাসিন্দাদের।গত কুড়ি দিন লোকসভার অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলন করে শহরের জঞ্জাল সাফাই বন্ধ থাকে।

যার ফলে ভাগাড়ে পরিণত হয়েছে এলাকা।আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় আবর্জনা সংগ্রহের কাজ শুরু হয়।পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নবাব বাগান এলাকায় কাজ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুরসভার কর্মীরা।পুরসভার গাড়ি আটকে বাসিন্দারা রাস্তা অবরোধ করে দেয়।তাদের দাবি দীর্ঘদিন ধরেই তাদের নরকের মধ্যে থাকতে হচ্ছে।ঘনবসতিপূর্ণ এলাকায় তারা টিকতে পারছেন না মাছির উৎপাতে।