এই মুহূর্তে জেলা

পান্ডুয়ায় সমবায় ভোটে বাম সমবায় বাঁচাও মঞ্চের কাছে হারলো তৃণমূল।

হুগলি, ১৫ ডিসেম্বর:- সমবায় ভোটে হারলো তৃণমূল। পান্ডুয়ার ব্লকের ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের অধীনে মান্দারণ ইটাচুনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূল প্রার্থীরা হারলেন, এখানে জয়ী হলো বাম সমবায় বাঁচাও মঞ্চ। সমবায় সূত্রে জানা যায়, মোট আসন সংখ্যা বারোটি। দু’টি আসনে শাসকদল প্রার্থী দিতে পারেনি। বাকি দশটি আসনে নির্বাচন হয় শনিবার। শনিবার সন্ধ্যায় ফলাফল বেরোতে তৃণমূলের কর্মী সমর্থকরা সবাই ছেড়ে চলে যান। বারোটি আসনে জয়লাভ করলো বাম সমবায় বাঁচাও মঞ্চ সদস্যরা। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলামকে ফোন করলে তিনি ফোন ধরছেন না। এসএমএস এর উত্তর দেননি।

তৃণমূলের প্রাক্তন পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, সমবায় নির্বাচন প্রক্রিয়াতে ব্লক সভাপতি দায়িত্ব ছিল। এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ বলেন, সমবায় নির্বাচনে কেন পরাজয় হল। এ বিষয়ে দলের কর্মীদের সঙ্গে আলোচনা করব। সিপিআইএম এ রিটাচনা এরিয়া কমিটির সম্পাদক শ্যামল ঘোষাল বলেন, এই জয় মানুষের জয় সকল গণতন্ত্র প্রিয় মানুষ আমাদের সমর্থন করেছে।