এই মুহূর্তে জেলা

ভাটোরায় ইটভাটার কাজ শুরু, আর্থিক লোকসান থেকে বেরিয়ে আসার চেষ্টায় শ্রমিকরা।


 

হাওড়া,১৮ এপ্রিল:- জয়পুর থানার ভাটোরা দ্বীপাঞ্চলে শুরু হয়েছে ইটভাটার কাজ। আর্থিক লোকসান থেকে বেরিয়ে আসবার চেষ্টায় কাজ শুরু করেছেন শ্রমিকরা। লকডাউন শুরুর পর থেকে চুল্লি জ্বলেনি। মাঠেই পড়ে কাঁচা ইট। এইভাবে খোলা অবস্থায় পড়ে থাকা কাঁচা ইট জলে ধুয়ে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থেকে যাচ্ছে। দ্বিতীয় দফায় লকডাউন চলাকালীন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সমস্ত ইটভাটা খোলার সিদ্ধান্ত নেওয়ায় আশার আলো ইট ভাটার সঙ্গে যুক্ত শ্রমিকদের। আমতা ২নং বিডিও এলাকার ভাটোরা দ্বীপাঞ্চলে সোমা বিক্রস ওয়ার্কস ইট ভাটায় শুরু হয়েছে ইট তৈরির কাজ। লকডাউন চলাকালীন পুরোপুরি ব্যবসা বন্ধ ছিল। সমস্যায় পড়েছিল এই কাজে যুক্ত শ্রমিকরা।

There is no slider selected or the slider was deleted.

শনিবার বেলায় দেখা গেল ইট ভাটায় কাজ করছে শ্রমিকরা। খোলা মাঠে ইট শুকনো করতে দেওয়া হয়েছে। লকডাউনের জেরে শ্রমিকদের ঘরে যে অন্ধকার এসেছিল। কাজ শুরু হওয়ায় আশার আলো ছড়াচ্ছে। শ্রমিকদের কথায় কাজ বন্ধ থাকায় সমস্যা ছিল অনেক। রেশন মিললেও টাকা তো প্রয়োজন। কৃষি কর্মাধ্যক্ষ দেলুয়ার হোসেন মিদ্যা জানান, শ্রমিকদের রেশন দেওয়া হয়েছে। পাশাপাশি মাস্ক সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ইট ভাটায় কাজ করবার সময় ছেড়ে ছেড়ে কাজ করবার কথা বলা হয়েছে। তিনি আরও জানান আমরা লকডাউনেও কৃষকদের পাশে রয়েছি। আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল এর সহযোগিতায় ও পরামর্শে, এ দিন কৃষকদের পাট বীজ প্রদান করা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.