হাওড়া, ১২ ডিসেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কোচে বালির তবলাবাদক খুনের ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার রাহুল ওরফে ভোলুকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জিআরপি আদালতে পেশ করে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত রাহুলকে জিআরপি তাদের হেফাজতে নিতে আদালতের কাছে আবেদন করে। প্রসঙ্গত, ধৃত রাহুল মূলত সিরিয়াল কিলার। ধৃতের বিরুদ্ধে আরেকটি খুনের মামলা রয়েছে বলে জানা গেছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সৌমিত্র বাবুর ফোন, টাকাপয়সা এবং তবলার সরঞ্জাম।
এই ঘটনায় হাওড়া জিআরপির একটি টিম গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখান থেকেই অভিযুক্ত রাহুল ওরফে ভোলুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কলকাতায়। উল্লেখ্য, ডাউন কাটিহার এক্সপ্রেসে থেকে উদ্ধার হয়েছিল তবলা বাদকের রক্তাক্ত দেহ। হাওড়ার বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার হয় ওই ট্রেনের প্রতিবন্ধী কামরা থেকে। তিনি কাটিহার রামকৃষ্ণ মিশনের অবসরপ্রাপ্ত তবলা শিক্ষক ছিলেন। গত ১৮ নভেম্বর, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ কাটিহার থেকে ট্রেনে উঠেছিলেন তিনি। এর পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ ট্রেন হাওড়া স্টেশনে ঢোকে। এরপরই ট্রেনের বাঙ্কে সৌমিত্রবাবুর দেহ পড়ে থাকতে দেখা যায়।