এই মুহূর্তে জেলা

তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়।

হাওড়া, ৮ ডিসেম্বর:- তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। শুক্রবার রাতে উলুবেড়িয়ার তপনা পঞ্চায়েতের বীশ্বেশ্বরপুরে ওই ঘটনা ঘটে। মৃতের নাম সমীরণ পন্ডিত(৫০)। সমীরণের স্ত্রী রানুবালা ৬ বছর যাবৎ তপনা গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। পেশায় জরির কারবারি সমীরণ এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। জানা গেছে, শুক্রবার রাত ৯টা নাগাদ ব্যবসায়ীক কারণে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি।

সেই সময় ৩-৪ জন দুষ্কৃতী তাঁকে একটি ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় সমীরণকে প্রথমে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।