এই মুহূর্তে জেলা

বেলুড় মঠ সারদাপীঠে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা

হাওড়া, ১০ নভেম্বর:- চিরাচরিত রীতি মেনে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ সারদাপীঠে হচ্ছে জগদ্ধাত্রী পূজা। মঠের নিয়ম অনুসারে নবমীর দিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পূজা একসাথে করা হয়। শনিবার সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হয়। আজ রবিবার ভোর ৬টায় হয়েছে পূর্বাহ্নের পূজা। দশটায় হবে পুষ্পাঞ্জলি। বেলা ১১টায় হবে মধ্যাহ্নের পূজা। সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত বিতরণ করা হবে ভোগ। দুপুর ২টায় হবে অপরাহ্ণের পূজা। বিকাল চারটেয় হোম এবং পুষ্পাঞ্জলী। সন্ধ্যা ৬টায় হবে আরতি। আগামীকাল সকাল সাতটায় দশমীর পূজা হবে। সকাল সাড়ে আটটায় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা ৬টায় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। সারদাপীঠের এই জগদ্ধাত্রী পূজা দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম হয়েছে সারদাপীঠে।