হাওড়া, ৫ নভেম্বর:- ছট পুজো উপলক্ষে হাওড়ায় একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার দুপুরে তিনি হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট সহ একাধিক ঘাট পরিদর্শন করেন। তিনি বলেন, ছট পুজো জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু তারা তা করেনি। এ রাজ্যে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছেন। জাতি-ধর্ম নির্বিশেষে এ রাজ্যে উৎসব পালন হয়।
ছট পুজো উপলক্ষ্যে তিনি এদিন হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাট পরিদর্শন করেন। তিনি জানান, শুধু জেলা নয় অন্য জায়গা থেকেও বহু পুণ্যার্থী আসেন হাওড়ার ঘাটে পুজো দিতে। তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তারজন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।