এই মুহূর্তে

আবারও মানবিক রূপ পুলিশের, শেওড়াফুলি ফাঁড়ির উদ্যোগে বাড়ি ফিরলো মানসিক ভারসাম্যহীন যুবক।

হুগলি, ৫ অক্টোবর:- পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে একটি যুবক উদ্দেশ্য বিহীন ভাবে বেশ কিছু এলাকায় ঘোরাঘুরি করছিল। আবার কখনো কখনো কোন কারন ছাড়াই দোকানে বা বাড়িতে ঢুকে পড়ছিল। স্থানীয়রা পুলিশে খবর দেয়। গতকাল রাতে পুলিশ সেই যুবকটিকে উদ্ধার করে শেওড়াফুলি ফাঁড়িতে নিয়ে আসে। জানা যায় যুবকের নাম সুশান্ত দালাল (১৮) বাড়ি হাসনাবাদ থানার সর্দারপুর এলাকায়। তার বাড়ির ঠিকানা নিয়ে হাসনাবাদ থানায় যোগাযোগ করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ সেখান থেকেই তার বাড়িতে খবর দেওয়া হয়। আর দুপুরে তার পরিবার এসে হাজির হয় শেওড়াফুলিতে।

পরিবার সূত্রে জানা যায় বিগত আট বছর ধরে ছেলের মানসিক সমস্যা রয়েছে। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। কখনো কখনো আত্মীয়র বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়। গত রবিবার। যুবকের বাবা সঞ্জীব দালাল জানান গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে যায় অনেক খোঁজখবর করেও পাওয়া যায়নি অবশেষে আমরা হাসনাবাদ থানায় নিখোঁজ অভিযোগ করি। তারপর গতকাল রাতে থানা থেকে আমাদের কাছে ফোন যায় আর সকালে আমরা হাসনাবাদ থেকে শেওড়াফুলি আসি এখন ছেলেকে নিয়ে বাড়ি যাবো। খুব ভালো লাগছে।