হাওড়া, ১ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার কেদার ভট্টাচার্য রোডেও তল্লাশিতে NIA. সিদ্ধসত্ব রায়ের খোঁজে তল্লাশি চালায় তারা। মৌলনা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র সিদ্ধসত্ব রায়। তিন বছর আগেই ছেড়েছে ঘর। তারই খোঁজে আসেন NIA আধিকারিকরা।
Post Views: 181