হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- এবার হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলো বিজেপি মহিলা মোর্চা। দলের রাজ্য সম্পাদিকা ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সোমবার হাওড়ার ওই কর্মসূচির নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার হাওড়া জেলা সদরের সভানেত্রী পৌলমী আদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব জানান, সারা পশ্চিমবাংলা জুড়ে নারী নিরাপত্তাহীনতা এবং সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকর কান্ডের প্রতিবাদে গোটা বাংলার মানুষ আন্দোলনে রাস্তায় নেমেছেন। অথচ এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা যখন রাস্তায় নামছে তখন দেখা যাচ্ছে অপরাধীদের তালিকায় নির্লজ্জের মত উঠে আসছে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নামও। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষের আস্থা এবং ভরসা দুই তলানিতে এসে ঠেকেছে।
পুলিশ প্রশাসনের এই নির্লজ্জ ভূমিকা এবং রাজ্যের থানাগুলি বর্তমানে মহিলাদের কাছে সম্পূর্ণভাবে অসুরক্ষিত। তারই প্রতিবাদে রাজ্য মহিলা মোর্চার ডাকে এবং ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় আজ হাওড়া সদরের হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, নবান্ন অভিযানে গেলে পুলিশ সাধারণ মানুষের উপর লাঠি চালায়। গ্রেফতার করে। অথচ ধর্ষকদের পুলিশ গ্রেফতার করতে পারেনা। তাদের আড়াল করে। এরই প্রতিবাদ জানাতে আমরা এসেছি। আগে সরকার, প্রশাসন সবাই দুর্নীতিতে যুক্ত ছিল। এখন তারা ধর্ষণেও যুক্ত। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আরও বলেন, এখন কারও নাম যদি বদল করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর নাম বদল করা উচিত। কারণ ওনার নামের সঙ্গে কাজের কোনও মিল নেই। উনি মমতাময়ী নন।