এই মুহূর্তে জেলা

হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস এর শুভ সূচনা।

হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো। পুজোর আগে এটা সুখবর বাংলার মানুষের কাছে। রবিবার সকালে হাওড়া স্টেশনে এর যাত্রারম্ভ হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন ডিআরএম, এজিএম সহ রেলের পদস্থ আধিকারিকরা। পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য সরকারের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, দেশের শীর্ষ আদালতের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি রাজ্য সরকারের তরফ থেকে তোলা হচ্ছে তা সঠিক নয়। লাইভ স্ট্রিমিং করতে আপত্তি কোথায়? কারণ শীর্ষ আদালতে শুধু ধর্ষণ আর খুনের মামলা চলছে। বাকি বিষয়ে লাইভ স্ট্রিমিং এ বাধা তো নেই। সুকান্ত বাবু বলেন, মুখ্যমন্ত্রী যখন গতকাল স্বাস্থ্য ভবনের ধর্নামঞ্চে গেলেন তখনই পাঁচ দফা দাবির মধ্যে সিপি’কে সরানোর মতো একটি দাবি অন্তত মেনে নিতে পারতেন।