পূর্ব বর্ধমান ,১৬ এপ্রিল:- লকডাউনের মাঝেই ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ। পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লক রায়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কপিবাগান এলাকার শ্রমজীবী মানুষরা প্রাক্তন সদস্য সমীর মুখার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল। সূত্রের খবর গত লোকসভা নির্বাচনের সময় কপি বাগান এলাকার ৫ এবং ৬ নম্বর পার্টের দুটি বুথের সামনের জঙ্গল পরিষ্কার করার জন্য ১৫৭ জন শ্রমিককে কাজ করানো হয়েছিল । সেইসব শ্রমিকরা দীর্ঘদিন ধরে সেই কাজের টাকা না পাওয়ার জন্য এ দিন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে বর্ধমান থানার টহলদারি পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন ।বিক্ষোভ কারীদের দাবী বর্তমান লক ডাউন এর জন্য তারা কর্মহীন হয়ে পড়েছে ।এই অবস্থায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে। এখন ভীষণ ভাবে অর্থের প্রয়োজন তাদের। আরও দাবি প্রত্যেক শ্রমিক ১২ দিন করে কাজ করেছেন । সেই টাকা এখন পেলে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবেন। বিষয়ে ওই এলাকার প্রাক্তন সদস্য সমীর মুখার্জি বলেন,গত লোকসভা নির্বাচনের সময় আপৎকালীন পরিস্থিতিতে ১০০ দিনের কাজ করা হয়েছিল । তিনি আরো বলেন ১৫৭ জন শ্রমিককে কাজে লাগানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমান সদস্য মাস্টার রোলের মাধ্যমে ওইসব শ্রমিকদের কাজের টাকা পাইয়ে দিতে পারেননি । তিনি আরো বলেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, লকডাউন এর পরিস্থিতি উঠে গেলে যাতে ওই সব শ্রমিকরা টাকা পায় তার ব্যবস্থা করা হবে।
Related Articles
দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়েই গ্রাম পঞ্চায়েতে নমিনেশন দিলেন প্রার্থী।
হাওড়া, ১৩ জুন:- তীব্র দাবদাহে ১ মাস ১০ দিনের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে হাওড়ার জগৎবল্লভপুর ব্লক অফিসে মনোনয়ন জমা করলেন নস্করপুর পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের প্রার্থী সুচেতনা মণ্ডল। তিনি বলেন, বর্তমানে শিক্ষিতদের বেকার বানিয়ে রেখেছে এই সরকার। আমি নিজেও বিএড করেছি। কিন্তু এখনও চাকরি পাইনি। শিক্ষিত যুবকদের চাকরির দাবীতেই আমার এই লড়াই। এই লড়াইয়ে আমার শিশুও […]
রাজ্য খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ তাদের বিপনন ও বিক্রির জন্য বীরভূম জেলায় একটি ডেডিকেটেড হাব তৈরির সিদ্ধান্ত ।
বীরভূম , ১ সেপ্টেম্বর:- রাজ্য খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ তাদের বিভিন্ন পণ্য উৎপাদন, বিপনন ও বিক্রির জন্য বীরভূম জেলায় একটি ডেডিকেটেড হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বীরভূমের লাভপুরে খেস, শাল পাতা এবং মসলিন শিল্পের বিভিন্ন পণ্যের বিকিকিনির জন্য এই হাভ তৈরি করা হবে বলে বিভাগীয় মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন। লাভপুরের প্রায় ১২ টি গ্রামের ৫০০ […]
এখনও পর্যন্ত রাজ্যে ৫০ হাজারেরও বেশী মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আক্রান্তর সংখ্যার থেকেও প্রশাসন তথা সাধারণ মানুষের রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে মৃত্যু হার। ডেঙ্গিতে এবার এত মানুষের মৃত্যু হচ্ছে কেন রাজ্য সরকার তা খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে। ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে বিভিন্ন জেলা নিয়ে তিনটি পর্যায়ে বৈঠকে বসবেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ২১ […]