পূর্ব বর্ধমান ,১৬ এপ্রিল:- লকডাউনের মাঝেই ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ। পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লক রায়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কপিবাগান এলাকার শ্রমজীবী মানুষরা প্রাক্তন সদস্য সমীর মুখার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল। সূত্রের খবর গত লোকসভা নির্বাচনের সময় কপি বাগান এলাকার ৫ এবং ৬ নম্বর পার্টের দুটি বুথের সামনের জঙ্গল পরিষ্কার করার জন্য ১৫৭ জন শ্রমিককে কাজ করানো হয়েছিল । সেইসব শ্রমিকরা দীর্ঘদিন ধরে সেই কাজের টাকা না পাওয়ার জন্য এ দিন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে বর্ধমান থানার টহলদারি পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন ।বিক্ষোভ কারীদের দাবী বর্তমান লক ডাউন এর জন্য তারা কর্মহীন হয়ে পড়েছে ।এই অবস্থায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে। এখন ভীষণ ভাবে অর্থের প্রয়োজন তাদের। আরও দাবি প্রত্যেক শ্রমিক ১২ দিন করে কাজ করেছেন । সেই টাকা এখন পেলে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবেন। বিষয়ে ওই এলাকার প্রাক্তন সদস্য সমীর মুখার্জি বলেন,গত লোকসভা নির্বাচনের সময় আপৎকালীন পরিস্থিতিতে ১০০ দিনের কাজ করা হয়েছিল । তিনি আরো বলেন ১৫৭ জন শ্রমিককে কাজে লাগানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমান সদস্য মাস্টার রোলের মাধ্যমে ওইসব শ্রমিকদের কাজের টাকা পাইয়ে দিতে পারেননি । তিনি আরো বলেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, লকডাউন এর পরিস্থিতি উঠে গেলে যাতে ওই সব শ্রমিকরা টাকা পায় তার ব্যবস্থা করা হবে।
Related Articles
ফের আগুন হাওড়ায়।
হাওড়া, ১২ জুলাই:- ফের আগুন হাওড়ায়। আজ ভোররাতের ঘটনা। সালকিয়া বাঁধাঘাটের বার্নিং ঘাট সংলগ্ন একটি তুলোর গোডাউনে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। […]
পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে কোভিড টিকাকরণ আপাতত বন্ধ বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে।
হাওড়া , ২৪ এপ্রিল:- পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে কোভিড টিকাকরণ আপাতত বন্ধ রয়েছে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। নোটিশ দিয়ে সাধারণ মানুষকে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। টিকার অপ্রতুলতার কারণেই বন্ধ রাখা হয়েছে কোভিড ভ্যাক্সিনেশন। হাওড়ার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে এই মর্মে লাগানো হয়েছে নোটিশ। শনিবার সকাল থেকে বহু মানুষ করোনা টিকা নেওয়ার জন্যে হাসপাতালে এসে এই নোটিশ […]
এবার তেলুগু ভাষাকে রাজ্য প্রশাসন সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল।
কলকাতা , ২২ ডিসেম্বর:- এবার তেলুগু ভাষাকে রাজ্য প্রশাসন সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি। নবান্নে তিনি এদিন বলেন মূলত খড়গপুর এলাকার তেলুগু ভাষীরা অনেকদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য । ওই এলাকার জন প্রতিনিধি প্রদীপ […]






