পূর্ব বর্ধমান ,১৬ এপ্রিল:- লকডাউনের মাঝেই ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ। পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লক রায়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কপিবাগান এলাকার শ্রমজীবী মানুষরা প্রাক্তন সদস্য সমীর মুখার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল। সূত্রের খবর গত লোকসভা নির্বাচনের সময় কপি বাগান এলাকার ৫ এবং ৬ নম্বর পার্টের দুটি বুথের সামনের জঙ্গল পরিষ্কার করার জন্য ১৫৭ জন শ্রমিককে কাজ করানো হয়েছিল । সেইসব শ্রমিকরা দীর্ঘদিন ধরে সেই কাজের টাকা না পাওয়ার জন্য এ দিন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে বর্ধমান থানার টহলদারি পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন ।বিক্ষোভ কারীদের দাবী বর্তমান লক ডাউন এর জন্য তারা কর্মহীন হয়ে পড়েছে ।এই অবস্থায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে। এখন ভীষণ ভাবে অর্থের প্রয়োজন তাদের। আরও দাবি প্রত্যেক শ্রমিক ১২ দিন করে কাজ করেছেন । সেই টাকা এখন পেলে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবেন। বিষয়ে ওই এলাকার প্রাক্তন সদস্য সমীর মুখার্জি বলেন,গত লোকসভা নির্বাচনের সময় আপৎকালীন পরিস্থিতিতে ১০০ দিনের কাজ করা হয়েছিল । তিনি আরো বলেন ১৫৭ জন শ্রমিককে কাজে লাগানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমান সদস্য মাস্টার রোলের মাধ্যমে ওইসব শ্রমিকদের কাজের টাকা পাইয়ে দিতে পারেননি । তিনি আরো বলেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, লকডাউন এর পরিস্থিতি উঠে গেলে যাতে ওই সব শ্রমিকরা টাকা পায় তার ব্যবস্থা করা হবে।
Related Articles
যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হচ্ছে না , তাদের সাহায্য করবে খাদ্য দপ্তর।
কলকাতা, ১৩ জুলাই:- যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে না, তাঁদের সাহায্য করবে খাদ্য দপ্তর। মঙ্গলবার সব জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি। জানা গেছে, জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই কাজ করবেন জেলাশাসকরা। এদিন দুয়ারে রেশন এবং স্বনির্ভর গোষ্ঠীর ‘মাতৃবন্দনা’ কর্মসূচি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। ভার্চুয়াল এই বৈঠকে […]
হাওড়ায় বিপুল বিনিয়োগ। বহু কর্মসংস্থান , প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১৮ নভেম্বর:- বৃহস্পতিবার দুপুরে হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এসে কাজের অগ্রগতিতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় আগামী দিনে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ১লক্ষ ৫৬ হাজার কর্মসংস্থানের এদিন বড়ো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাওড়ার উলুবেড়িয়ায় ব্যাডমিন্টন খেলার শাটলকক শিল্পের সমস্যা কাটাতে এলাকায় সরকারি উদ্যোগে হাঁস প্রতিপালনের কথা ঘোষণা করেন তিনি। হাওড়ায় ভূমি দপ্তরের […]
কালোবাজারি হচ্ছে কিনা জানতে শহরের বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
হাওড়া, ২৩ অক্টোবর:- নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও আনাজের দাম বাড়ছে হু হু করে। এর কারণ অনুসন্ধান করতে অভিযানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। হাওড়া সদর এলাকায় বিভিন্ন বাজার যেমন কালিবাবু বাজার, হাওড়া স্টেশন সংলগ্ন পাইকারি বাজার সহ লিলুয়ার বাজারে এরা অভিযান চালায়। কলকাতার ভবানী ভবন থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল এসে সার্ভে করেন। জিনিসপত্রের দাম খতিয়ে […]