তরুণ মুখোপাধ্যায়, ৮ সেপ্টেম্বর:- সারা দেশের পাশাপাশি পালিত হচ্ছে হুগলি শেওড়াফুলিতেও গণেশ বন্দনা। শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের উদ্যোগে পালিত হচ্ছে গণেশ দেবতার আরাধনা। এই উৎসবকে ঘিরে স্থানীয় এলাকায় খুশির হাওয়া।এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান প্রতি বছরের মতো এবছরের আমরা গণেশ পূজার আয়োজন করেছি।
এই উপলক্ষে বহু গণ্যমান্য বিশিষ্টজনেরা ছাড়াও, এলাকার আপামর জনসাধারণ আমাদের পূজা প্রাঙ্গনে এসে প্রভু গজানোর আশীর্বাদ নিয়ে গেছেন। এবার আমাদের পুজোয় ১০ জন দৃষ্টিহীন মানুষকে দিয়ে পূজোর উদ্বোধন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে কিছু নতুন জামা কাপড় সহ ফুল মিষ্টি।