হুগলি, ২৭ আগস্ট:- গতকালই পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আখেরে কাদের কর্মসূচি। মোবাইলে সমাজমাধ্যমের পেজ খুলে ইঙ্গিত করেছিলেন গেরুয়া বাহিনীর দিকে। যদিও বিজেপি জানিয়েছিল এই কর্মসূচি সরাসরি তাদের নয়। কিন্তু মঙ্গলবার সকালে দেখা গেল বিভিন্ন প্লাটফর্ম থেকে ট্রেনে চাপতে বিজেপির নেতাকর্মীদের। হুগলির বিজেপির এক মণ্ডল সভাপতি বাপন হাজরা এদিন হুগলি স্টেশন থেকে ট্রেন ধরে নবান্ন অভিযানে যান।
তবে তিনি বলেন অভিভাবক হয়েই নাকি তিনি আজ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কিন্তু কর্মসূচি তো ছাত্র সমাজের। বাপন জানান আমার ছেলে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাই আমিও যাচ্ছি তার সঙ্গে। একইভাবে এদিন চেনা পরিচিত বহু বিজেপির মুখে দেখা গিয়েছে বিভিন্ন প্লাটফর্মে। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও বিভিন্ন প্লাটফর্মে নজর রাখতে দেখা গিয়েছে।