এই মুহূর্তে জেলা

বৃষ্টির জমা জলে ক্ষোভের বহিঃপ্রকাশ ইছাপুর ডুমুরজলায়, চলছে বিক্ষোভ-অবরোধ।

হাওড়া, ২৬ আগস্ট:- বৃষ্টির জমা জলে দুর্ভোগ। আর এর জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ। ঘটনা হাওড়ার ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের আনন্দময়ী আশ্রম সংলগ্ন অবসর কাটআউটের সামনে। জানা গেছে, গত ২ দিনের ভারী বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। পুরসভার নিকাশি-ব্যর্থতার প্রতিবাদে এদিন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ওই এলাকায়। এলাকার বাসিন্দারা পথে নেমে বিক্ষোভ শুরু করেছেন।

পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। পুলিশকেও বিক্ষোভকারীদের বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলছে। এর আগে বৃষ্টি ও নর্দমার জল ঘরে জমে থাকার কারণে গতকালই অবরোধ হয়েছিল হাওড়ার সালকিয়া এলাকায়। এরপর আজ অবরোধ হল হাওড়ার ইছাপুর ডুমুরজলা এলাকায়।