হাওড়া,১৬ এপ্রিল:- বুধবার রাতে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার ইছাপুর ডুমুরজলায় একটি কাঠের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ৭২ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ওই কাঠের গোডাউনটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। প্রথমে আগুন লাগার পর গোটা গোডাউনটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এলাকার মানুষ প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। কিছুক্ষণ পরে আসে দমকল। তবে আশেপাশে ঘনবসতি এলাকা থাকলেও সেখানে আগুন ছড়িয়ে পড়েনি। আতঙ্কে লোকজন রাতেই ঘর থেকে বেরিয়ে পড়েন। ওই কাঠের গোডাউনে কাঠের বিভিন্ন সামগ্রী রাখা ছিল এবং নতুন তৈরি করা একটি খাট ছিল সেখনে। সমস্ত জিনিসই আগুনে ভস্মীভূত হয়।