কলকাতা, ২৪ জুলাই:- ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বুধবার বিধানসভায় এই সুখবর জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা রয়েছে ১০১। তবে আশা করা হয়েছিল চলতি বছর সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়বে। এবার সেই সম্ভাবনাই সত্যি হয়েছে। ২০২৩ সাল থেকে সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্রশুমারি শুরু হয়। বনকর্মীদের পাশাপাশি এই প্রকল্পে জড়িত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল বাঘগণনা। এরপরেই সামনে এল বর্তমানে কত সংখ্যক বাঘ রয়েছে সুন্দরবনে। পরিসংখ্যান অনুসারে, ২০১০ সালে বাঘের সংখ্যা ছিল ৭৪ টি।