হুগলি, ২০ জুলাই:- অরণ্য সপ্তাহ উপলক্ষে সিঙ্গুরের ভোলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৃক্ষ রোপন কর্মসূচি। এদিন স্কুলের ছাত্র ছাত্রীরা প্রভাতফেরির মধ্য দিয়ে এলাকার মানুষদের সচেতনতা করে। এরপর স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষ রোপনের কার্যকারিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা মুর্মু, কামারকুন্ডু গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম সাঁতরা, সহ স্কুলের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা। পরে স্কুলের ছাত্র ছাত্রীরা কোদাল হাতে গর্ত খুঁড়ে বৃক্ষ রোপন করে। নিজেরাই উদ্যোগী হয়ে গাছে জল দেয়। এদিনের অনুষ্ঠান থেকে স্কুলের ছাত্র ছাত্রীরা শপথ নেয় আগামীদিনে রোপন করা গাছ কে নিয়মিত জল দিয়ে বাঁচিয়ে রক্ষণাবেক্ষণ করবে।