হুগলি, ২০ জুলাই:- “যারা ২১ জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা তারা অবশ্যই নিজের ইনসুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন”। প্রচ্ছন্ন হুমকি দিয়ে লেখা এমনই পোস্টারে ছেয়েছে পোলবার জোড়াশ্বত্থতলা, দাদপুরের মালপারা। ২১ জুলাই তৃনমূলের শহীদ সমাবেশের আগে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। আজ সকালে এই রকম পোস্টার দেখতে পান স্থানীয়রা। কে লিখেছে কারা মেরেছে তা জানা নেই তবে মনে করা হচ্ছে আগামী কাল ২১ জুলাই ধর্মতলায় তৃনমূলের শহীদ সভায় গেলে বিপদ হতে পারে এমনই হুমকি দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। পোস্টারের খবর পেয়ে হাজির হয় হুগলি গ্রামীন পুলিশ।
ছবি তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। আর এনিয়ে তৃনমূল বিজেপির তরজাও জমে ওঠে। হুগলি জেলা তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, অর্বাচীনের মত কাজ করেছে বিজেপি। তারা ২১ জুলাই এর বিরোধীতায় পাল্টা কর্মসূচি ঘোষনা করেছে। এই পোস্টারের মাধ্যমে খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি।আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃনমূল কর্মি কেন কোনো মানুষকেই ইনসুরেন্স করতে হয়না। মানুষের নিরাপত্তা আছে। সপ্তগ্রাম মন্ডল ১এর বিজেপি সভাপতি অর্ঘ চক্রবর্তী বলেন, কে তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্বে এই পোস্টার পরেছে। কাটমানির ভাগাভাগিতে প্রানহানীর আশঙ্কা থেকেই এই পোস্টার মারা হয়েছে।