কলকাতা, ৮ জুলাই:- এগিয়ে আসছে ২১ জুলাই। আর কদিন পর জনসমুদ্র আছড়ে পড়বে ধর্মতলায়। দলের সব থেকে বড় কর্মসূচি উপলক্ষ্যে প্রশাসনকে এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান শহীদ স্মরণ উপলক্ষে প্রত্যেক জেলা থেকে কলকাতায় নেতা–কর্মী–সমর্থকরা এসে থাকেন। কাজে সুষ্ঠুভাবে যাতে সবটা সম্পন্ন হয় সেটা দেখতে হবে। ভিড় নিয়ন্ত্রণে রেলের ভূমিকার কথা ও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। একুশে সমাবেশ নিয়ে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। সাম্প্রতিককালে সমাবেশের জন্য ট্রেন ভাড়া করতে চেয়েও মেলেনি।
সে কথা স্মরণ করিয়ে দিয়ে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন। তাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে রেলকে। ১৮ জুলাই থেকে মানুষ আসতে শুরু করবেন। আমি মুখ্যসচিবকে বলব কাল রেলের সঙ্গে মিটিং করতে। আমরা ভাড়া চাইলে রেল টাকা নেয়। সেদিন রাশ ক্লিয়ার করা রেলের দায়িত্ব। অন্যদিকে পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, অনেক লোকজন আসবে। গাড়ি আসবে। সে দিন যাতে কোনও পথ দুর্ঘটনা না হয় সেটা দেখতে হবে পুলিশকে। অনেক সময় গাড়ির চালকের কারণে দুর্ঘটনা ঘটে। অনেকের মৃত্যু হয়। তা যেন না ঘটে।