এই মুহূর্তে জেলা

জেসিবি দিয়ে ফুটপাত দখলমুক্ত উত্তরপাড়ায়।

হুগলি, ৫ জুলাই:- উত্তরপাড়া শহরের ফুটপাত দখল মুক্ত করতে জেসিবি’র সাহায্য নেওয়া হল। মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাত বেআইনি ভাবে দখল করা নিয়ে কড়া মনোভাব নেওয়ার পর বিভিন্ন পুরসভা এলাকায় দখল মুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে। এনিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতেই একমাস সময় দেন মুখ্যমন্ত্রী। কোন এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা প্রশাসনকে। হুগলির উত্তরপাড়ায় দখল হঠাতে নামানো হয় জেসিবি। বালি খাল থেকে রাস্তার ধারে দখল করে গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া শুরু হয়।

উত্তরপাড়া পুর প্রধান দিলীপ যাদব জানিয়েছেন ২৩ ওয়ার্ডেরই এই অভিযান চলবে। আজ বালি খাল সংলগ্ন এলাকায় জিটি রোডের পাশে দখল মুক্ত করা হয়। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনেটাও পরিষ্কার করা হয়। বহু বছর ধরে ফুটপাতই যাদের রুজি রুটির জায়গা ছিল তাদের দোকান ভেঙে সরিয়ে দেওয়ায় সমস্যায় পরবেন তারা। তবে শহরের রাস্তাঘাট দখল হওয়ার ফলে যানজটে পরতে হয় সাধারন মানুষকে।