হুগলি ২০ জুন:- বৃহস্পতিবার হুগলি চুঁচুড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের চারবারের পৌরসদস্য তথা প্রাক্তন সিআইসি কৃষ্ণকান্ত ঘোষ সকাল দশটা দশে প্রয়াত হন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে । তিনি প্রথম ১৯৯৫ সালে কাউন্সিলর নির্বাচিত হন কংগ্রেসের টিকিটে। এরপর তিনবার তৃণমূলের টিকিটে তিনি পুর-ভোটে বিজয়ী হন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজীবন বাম বিরোধী আন্দোলনের মুখ এই নেতার মৃত্যুতে চুঁচুড়া শহরে শোকের ছায়া নেমে আসে।
পৌরসভায় তার মৃতদেহ শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হন হুগলী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন, পৌর প্রধান অমিত রায় উপ পৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান আশীষ সেন,গৌরীকান্ত মুখার্জি, জয়দেব অধিকারী, সিপিএমের বিপ্লব দাস সহ উপস্থিত সকলে।