হুগলি, ২০ জুন:- অটো চালকদের অভিযোগ বলিখাল থেকে বাটা রুটে অটো চালানোর সময় টোটো চালকরা তাদের একাধিক জায়গায় বাধা দিচ্ছেন যাত্রী তুলতে। গাড়িতে মারধর করছেন, কোনো রাজনৈতিক নেতা তাদের সাহায্য করছেন না। এরপর আজ দুপুর থেকে বালিখাল বাটা রুটে অটো চলাচল বন্ধ রাখেন। যার ফলে চরম ভোগান্তিতে পড়ে নিত্যযাত্রীরা। এরপর তারা উত্তরপাড়া থানায় আসে লিখিত অভিযোগ করতে, যদিও টোটো ইউনিয়নের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়। তাদের অভিযোগ বিজেপি এই কাজ করছে। যদিও এই বিষয় এই রুটের অটো ইউনিয়নের সভাপতি সুব্রত মুখার্জী জানান পুরো ঘটনা জানার পরই আমরা সংবাদ মাধ্যমে কিছু বলবো।
