হাওড়া, ১৬ জুন:- হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে। ইট বৃষ্টি হয়। বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাই এর সাথে শালিমার এক নম্বর এলাকার মুকেশ সিংহের বিবাদ দীর্ঘদিনের। এই এলাকায় একাধিক বহুতল নির্মাণ হচ্ছে
সেখানকার সামগ্রী সরবরাহ থেকে এলাকার টোটো পার্কিং, লরি পার্কিং নিয়ে এই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত আজ রণক্ষেত্র হয়ে ওঠে শালিমার স্টেশন চত্বর। এক নম্বর শালিমারের বাসিন্দাদের অভিযোগ পাঁচ নম্বরের লোকজন প্রায় দিন এই এলাকায় এসে গন্ডগোল করে। আজ সকালে এক নম্বর এলাকার এক যুবককে রাস্তায় মারধর করে সেই নিয়ে শুরু হয় বচসা। এরপরেই পাঁচ নম্বরের লোকজন অর্থাৎ বুল্লার লোকেরা এসে ব্যপক ভাঙচুর চালায় অপর গোষ্ঠীর এলাকায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।