এই মুহূর্তে জেলা

ডায়ারিয়ায় আক্রান্ত হাওড়ার দুটি ওয়ার্ডের বাসিন্দারা।

হাওড়া, ৩ জুন:- বর্ষার শুরুতেই হাওড়া পুরসভার দুটি ওয়ার্ডে ডায়ারিয়ার প্রকোপ, আক্রান্ত বেশ কয়েকজন। হাওড়া পুরসভার ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত বলে অভিযোগ। হাওড়ার জেলা হাসপাতাল-সহ শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ।

পুরসভার পাইপ লাইনের কাজের জেরেই বিপত্তি বলে অভিযোগ উঠলেও পুরসভা এখনই কারণ নিয়ে ধোঁয়াশায়। বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী।