এই মুহূর্তে জেলা

গণনার আগেই বিপুল পরিমানের শব্দবাজি উদ্ধার হুগলিতে।

হুগলি, ৩ জুন:- নির্বাচনের ফলাফলের আগের দিন ধনেখালি থেকে প্রায় ৬৭০ পিস বড় সাইজের নিষিদ্ধ শব্দবাজি অর্থাৎ চলতি কথায় গাছ বোম উদ্ধার করল ধনিয়াখালি থানার পুলিশ। ধনিয়াখালী থানার মির্জাপুর গ্রামে বাঁশ ঝাড় থেকে এই বাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ধনেখালি থানার মির্জাপুর গ্রামে অবৈধ আতশবাজি মজুত করা হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে।

সেই মতো উক্ত গ্রামে তল্লাশি চালিয়ে একটি বাঁশের ঝোপ থেকে ৬৭০ পিস গাছ বোমা বা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা বোম গুলি মজুত করল তা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য হুগলি জেলার ধনেখালি থানার একাধিক জায়গায় আগামীকাল সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বিকাল থেকেই সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে।