হাওড়া, ২৩ মে:- হাওড়ার শ্যামপুরের নষ্করপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক তরুণী। মৃতার নাম প্রিয়াঙ্কা সাউ (২০)। বাড়ি খাড়ুবেড়িয়া জানাপাড়ায়। জানা গিয়েছে, আজ সকালে প্রিয়াঙ্কা মামার বাড়ি নস্করপুরের ঐতিহ্যবাহী বিশালাক্ষ্মীর পূজোয় অংশ নিতে ভাইকে নিয়ে পুকুরে স্নান করতে যায়।
সেখানে তলিয়ে যায় সে।তার ভাইয়ের মুখে ঘটনার কথা শুনে খোঁজখবর শুরু হয়। পুকুরে জাল দেওয়া হয়। এরপরে জাল দিয়ে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।