নবান্ন,হাওড়া,১১ এপ্রিল:- নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন এর মেয়াদ আগামী 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের তিনি বলেন এ ব্যাপারে রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্ত কে সমর্থন করেছে। মুখ্যমন্ত্রী বলেন করোনা সংক্রমণের ক্ষেত্রে আআগামী দু সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এ দিনের বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। তাই রাজ্যজুড়ে লকডাউন এর মেয়াদ বাড়ানোর পাশাপাশি সংক্রমণ রুখতে কয়েকটি জায়গাকে বিশেষভাবে চিহ্নিত করে আরো কড়া ভাবে লকডাউন করার কথা এবং প্রয়োজনের ভিত্তিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্কুল কলেজ ১০ ই জুন পর্যন্ত বন্ধ রাখা হবে। এই সময় পর্যন্ত মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ পড়ুয়াদের কাছে পৌছে দিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেনযেসব জায়গা গুলিকে হট স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানেও মুদির দোকান ওষুধের দোকানের মত অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা চালু রাখা হবে । তাই মানুষের আশঙ্কার কোন কারণ নেই। তবে মানুষের জমায়েতের ওপর আরো কড়া ভাবে বিধিনিষেধ আরোপ করা হবে। অন্যদিকে সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে বেকারি তেল কল, চাল কল গুলিকে আবার চালু করা হবে। 25% শ্রমিককে নিয়ে চা বাগানগুলো কাজ করতে পারবে। হোম ডেলিভারি সংস্থা কেও ছাড় দেওয়া হচ্ছে।তবে সর্বত্র সুরক্ষা বিধি মেনেই কাজ করতে হবে।
Related Articles
দু’দিনে পঁচিশ জনকে কামড়, পিটিয়ে মারা হল পাগলা কুকুর।
হুগলি, ৩১ মে:- উত্তরপাড়ায় পাগলা কু্কুরের কামরে আতঙ্কিত এলাকাবাসী। উত্তরপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের বালি খাল সংলগ্ন টোটো স্ট্যান্ড, কলেজ বাস স্ট্যান্ড, শিবনারায়ন রোড এলাকায় দুদিনে প্রায় ২৫ জন কুকুরের কামরে আহত হন। স্ট্যান্ডে অটো টোটো ধরার জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের তারা করে কামরায় একটি কালো রঙের কুকুর। স্থানীয়রা রাস্তায় বেরোনোর সময় লাঠি নিয়ে বেরিয়েছেন […]
এখানে দিদি , ওখানে মোদী লুট করছে , হাওড়ায় বললেন সেলিম।
হাওড়া , ২৪ ফেব্রুয়ারি:- ব্রিগেডের সমর্থনে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে বামেদের মিছিল হল। বুধবার বিকেলে টিকিয়াপাড়া বাজার থেকে শিবপুর পিএম বস্তি পর্যন্ত হয় ওই মিছিল। মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,”এখানে দিদি, ওখানে মোদী লুট করছে।” খেলা হবে খেলা হবে স্লোগান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন,”এখানে যেটা হচ্ছে সেটা দেখুন। এটা […]
মোটর ভেহিক্যালস ইউনিয়নের স্মরণসভা হাওড়ায়।
হাওড়া,১৪ জানুয়ারি:- অল বেঙ্গল মোটর ভেহিক্যালস ইউনিয়নের সম্পাদক মনোজ মুখোপাধ্যায়ের স্মৃতিতে মঙ্গলবার দুপুরে হাওড়ায় এক স্মরণসভার আয়োজন করা হয়। ইউনিয়নের সদস্যরা ওই স্মরণসভায় অংশ নেন। সংগঠনের গঠনমূলক কাজে মনোজবাবুর অবদানের কথা এদিন বক্তারা স্মরণ করেন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মনোজ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়। এদিন তাঁর স্মৃতিতে স্মরণসভা হয় হাওড়া মোটর ভেহিক্যালস ইউনিয়নের অফিসে। মনোজবাবুর ছবিতে […]