কলকাতা, ২ মে:- পাশের হার ৮৬.৩১ শতাংশ, যা গতবারের তুলনায় বেশি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। প্রথম স্থানে রয়েছে একজন- কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে রয়েছেন তিনজন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুলের পুষ্পিতা বাশুরি এবং নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। এদের প্রাপ্ত নম্বর ৬৯১। শতাংশের হিসাবে প্রথম স্থানে রয়েছে কালিম্পং, তারপর আছে পূর্ব মেদিনীপুর, কলকাতা রয়েছে তৃতীয় স্থানে।
