হাওড়া, ১ মে:- এলাকায় দিনের পর দিন পরিষ্কার হয়না ময়লা আবর্জনা। হাওড়া পুরসভার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। আর এই অভিযোগে রাস্তায় আবর্জনা ফেলে অবরোধ করলেন এলাকার মানুষ। আজ সকালে উত্তর হাওড়ার পিলখানায় জিটি রোড অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের আস্বাসেও অবরোধ না ওঠায় ঘটনাস্থলে আসেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। বিধায়কের আস্বাসে প্রায় দেড় ঘন্টা পর অবরোধমুক্ত হয় জিটি রোড।