কলকাতা, ২৩ এপ্রিল:- নিয়োগ দুর্নীতি মামলায় ভোটকর্মী হিসাবে নিযুক্ত শিক্ষকদের চাকরি বাতিল হলেও ভোট পরিচালনায় কোনও অসুবিধা হবে না বলে নির্বাচন কমিশন মনে করছে। রাজ্য়ের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আজ জানিয়েছেন চাকরি যাওয়ার ফলে ওই শিক্ষকদের ভোটকর্মীর কাজ থেকে বাদ দেওয়া হলেও, ভোটে তার প্রভাব পড়বে না। হাতে রাখা অতিরিক্ত কর্মীরা সেই ঘাটতি মিটিয়ে দেবেন।কারণ, ভোটে সব সময় ২০-২৫ শতাংশ অতিরিক্ত ভোটকর্মী রাখা হয়। কোনও ভোটকর্মীর চাকরি চলে গেলে ওই দায়িত্বে অন্য কাউকে নিয়োগ করা হবে। তবে কমিশন এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। এদিকে রাজ্যে লোকসভা নির্বাচনের তৃতায় দফায় মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতার আসনে রয়েছেন।
ওই পর্বে আগামী ৭ মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে ভোট নেওয়া হবে। অরিন্দম বাবু জানিয়েছেন ওই দফায় চার কেন্দ্রের মধ্যে মালদা দক্ষিণে সর্বাধিক ১৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়া মালদা উত্তরে ১৫ জন, জঙ্গিপুরে ১৪ জন মুর্শিদাবাদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। চতুর্থ দফার নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের পর্ব চলছে। এপর্যন্ত ওই পর্বের আটটি লোকসভা আসনের জন্য এপর্যন্ত ৩৮ টি মনোনয়ন জমা পড়েছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জের পর এবার মালদা দক্ষিণেও দুটো ইভিএম থাকবে। কারণ,মালদা দক্ষিণে প্রার্থী সংখ্যা সতেরো হয়েছে। একটি ইভিএমের মধ্যে ১৬জন প্রার্থীর নাম থাকে। যেহেতু সতেরো জন প্রার্থী হয়েছেন তাই দুটো ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।