এই মুহূর্তে কলকাতা

ইস্তফা দিলেন বিজেপির আরও এক বিধায়ক।

কলকাতা, ১৯ এপ্রিল:- মুকুটমণি অধিকারীর পর ইস্তফা দিলেন আরও এক বিজেপি বিধায়ক। শুক্রবার বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্তফা দিলেন। এবারের লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বিশ্বজিৎ। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে বিশ্বজিৎ দাস জানান, ‘বিজেপিতে যাওয়া আমার কাছে ভুল ছিল। বাগদার মানুষের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, সেটা বজায় থাকবে।’ পাশাপাশি গত আড়াই বছর ধরে বাগদা বিধানসভা এলাকায় তিনি যে কাজ করেছেন,

তার খতিয়ানও তুলে ধরেন বিশ্বজিৎবাবু। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি যা কাজ করেছি বাগদাতে, স্বাধীনতার পর আর কেউ তা করেছে কিনা সন্দেহ রয়েছে। বিধায়ক কোনও দলের হয় না। বাগদার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। সেজন্য বাগদার মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন বিশ্বজিৎবাবু। এরপর বিজেপির টিকিটেই জয়লাভ করেছিলেন তিনি। তবে এবারে তৃণমূল যোগ দিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন বিশ্বজিৎ।