কলকাতা, ১৮ এপ্রিল:- উদ্ভূত রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভোটের সময় সম্ভাব্য হিংসা রুখতে এবং মানুষের পাশে থাকতেই তিনি নির্বাচনের সময় রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী কেউ রাজ্যপালকে বাধাও দিতে পারে না। কিন্তু তাঁর এই উদ্যোগকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।
যা রাজ্যপাল পদের মর্যাদাকে লঙ্ঘন করছে। রাজনীতির দাবা খেলায় ঘুঁটি হিসাবে ব্যবহার হতে চান না বলেই তিনি এই সফর বাতিল করছেন বলে রাজ্যপাল জানান। তবে সাধারণ মানুষের জন্য রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।